জনস্বাস্থ্য ইনস্টিটিউটে রিংটোন বন্ধ, নারীদের পর্দা মানার নির্দেশ

0

ঢাকা অফিস: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত ইসলাম ধর্মাবলম্বীদের পর্দা মেনে চলার নির্দেশ দিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক  ডা. মুহাম্মদ আব্দুর রহিম। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক এই নির্দেশ দিয়েছেন। নির্দেশনায় পরিচালক বলেন, ‘অফিস চলার সময় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সব কর্মকর্তা ও কর্মচারীকে মোবাইল ফোনের শব্দ বা মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। ইনস্টিটিউটের পুরুষদের টাকনুর উপরে এবং মহিলাদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।’ এ ব্যাপারে জানতে ডা. মুহাম্মদ আব্দুর রহিমের সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই বিজ্ঞপ্তি শুধু অফিসের ভেতরের জন্য। এটা কিন্তু গণমাধ্যমে দেইনি। এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না।’

Share.