বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

জন্মদিনে স্কুলে ঢুকে সহপাঠীদের গুলি: নিহত- ২

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে দুই সহপাঠী নিহত ও আরও তিনজন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে স্কুলের কার্যক্রম শুরুর কয়েক মিনিট আগে লস অ্যাঞ্জেলসের উত্তরে সান্তা ক্লারিতা শহরের সগাস হাই স্কুলে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার সন্দেহভাজন এ হামলাকারীর ষোড়শ জন্মদিন ছিল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ বলছে তারা বৃহস্পতিবার সকাল ৭টা ৩৮ মিনিটের দিকে প্রথম এ গুলির খবর পায়। “কয়েক সেকেন্ডের মধ্যে আমরা একাধিক ফোন পাই। দুই মিনিটের ভেতরই ঘটনাস্থলে পুলিশের প্রথম ইউনিটটি পৌঁছায়,” সংবাদ সম্মেলনে বলেছেন লস অ্যাঞ্জেলসের পুলিশ কর্মকর্তা অ্যালেক্স ভিলানুভা। তিনি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে সন্দেহভাজন ওই কিশোরও ছিল। “সন্দেহভাজনের বয়স ১৬ বছর। তার জন্মদিন ছিল আজ,” বলেছেন আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ ক্যাপ্টেন কেন্ট ওয়েগনার। স্থানীয় গণমাধ্যমগুলোতে সন্দেহভাজনের নাম নাথানিয়েল বেরহাউ বলা হয়েছে। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন ওই কিশোর ব্যাগ থেকে পিস্তল বের করে ৫ সহপাঠীর পর নিজেকেও গুলি করে। গুলিতে ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৪ বছর বয়সের এক কিশোর নিহত হয়। আহত বাকি তিন শিক্ষার্থীর মধ্যে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরী এবং ১৪ বছর বয়সী এক কিশোর আছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Share.