সোমবার, জানুয়ারী ১৩

জন্মদিনে স্বর্ণ জিতে মৃত মাকে স্মরণ করে কাঁদলেন ফাতেমা!

0

স্পোর্টস ডেস্ক: মাত্র দুই মাস বয়সে মা হাসিনা বেগমকে হারিয়েছিলেন ফাতেমা মুজিব। তখন ২০০১ সাল। ফাতেমাকে নিজের সন্তানের মতো লালন-পালন করেন তার বড় বোন খাদিজা মুজিব। শনিবার নিজের সাফল্যের পর হঠাৎই মায়ের কথা মনে করে আকুল নয়নে কাঁদলেন ফাতেমা, সোনা জয়ের পরই মায়ের কথা বারবার মনে পড়ছিল। আজ মা থাকলে অনেক খুশি হতেন। শনিবার কাঠমান্ডুর নয়াবাজার কৃতিপুরে অনুষ্ঠিত ফেন্সিংয়ে নারী সাবের এককে স্বর্ণ জিতে এই খেলায় লাল-সবুজের বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দিলেন ফাতেমা মুজিব। ফাইনালে তিনি নেপালের রবিন থাপাকে হারান ১৫-১০ পয়েন্টে। আর তাতেই গড়েন ইতিহাস। শনিবার ছিল ফাতেমার ১৯তম জন্মদিন। অথচ স্বর্ণজয়ের আগ পর্যন্ত কাউকে জন্মদিনের কথা বলেননি। এ প্রসঙ্গে বলেন, জন্মদিনের কথাটি গোপন রেখেছিলাম। পরিকল্পনা করেছিলাম যদি জিতি, তাহলে সবাইকে বলবো আর হারলে কাউকে জানাবো না। সেরা হওয়ার পরই সবাই জানিয়ে দেই আজ আমার জন্মদিন। তখন পুরো দলের সবাই “হ্যাপি বার্থডে ফাতেমা” বলে স্লোগান দিতে থাকেন। কাল দলগত ইভেন্টে খেলবেন ফাতেমা। আবারও কি স্বর্ণ জিততে পারবেন ফাতেমা?

Share.