মঙ্গলবার, ডিসেম্বর ২৪

জমি সংক্রান্ত সালিশে খুনের শিকার বদন নামে এক ব্যক্তি

0

বাংলাদেশ থেকে চট্টগ্রাম প্রতিনিধি: চকরিয়ায় বদরখালীতে জমি সংক্রান্ত সালিশে অংশ নিয়ে খুনের শিকার হয়েছেন মো: বদন নামে এক ব্যক্তি। তিনি ঠুটিয়া পাড়ার মৃত আবদুস সালামের পুত্র। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বদরখালী সমবায় সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, জমি সংক্রান্ত সৃষ্ট বিরোধ মিমাংসার জন্য বদরখালী সময়বায় সমিতি কার্যালয়ে এসেছিলেন খুনের শিকার মো: বদন ও তার ভাইরা। প্রতিপক্ষের লোকজনও সেখানে উপস্থিত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আকস্মিক আবদুল জলিলের পুত্র মো: ছোটন, মো: সাগর ও মো: রাজিব লম্বা দা ও ছুরি নিয়ে হামলে পড়ে বদনের (৪০) উপর। এতে ঘটনাস্থলের তার মৃত্যু হয়।

Share.