সোমবার, জানুয়ারী ২০

জর্জিয়ার ফল পাল্টাতে সহায়তা করতে গভর্নরকে চাপ ট্রাম্পের

0

ডেস্ক রিপোর্ট: জর্জিয়ায় ভোটের ফল পাল্টে জো বাইডেনের জয় উল্টে দিতে অঙ্গরাজ্যটির রিপাবলিকান গভর্নরের ওপর চাপ সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএন ও বিবিসির। ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিক কয়েকটি টুইটে জর্জিয়ায় নিজ দলের গভর্নর ব্রায়ান ক্যাম্পকে রাজ্যের আইনসভার বিশেষ অধিবেশন ডেকে রাজ্যের ভোটের ফল বাতিল করার জন্য বলেন। জর্জিয়ার সিনেট রানঅফ নির্বাচন সামনে রেখে সেখানে একটি প্রচার সমাবেশে উপস্থিত হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প এসব টুইট করেন। হোয়াইট হাউসের একটি সূত্র জানায়, ট্রাম্পের চাপের কাছে নতিস্বীকার না করে জর্জিয়ার গভর্নর ট্রাম্পকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এমন কাজ করার কর্তৃত্ব তার নেই। বিশেষ অধিবেশন ডাকার আহ্বানও তিনি খারিজ করে দেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এভাবে কোনো প্রেসিডেন্ট রাজ্য গভর্নরকে ভোটের ফল পাল্টে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন এমন কোনো নজির নেই। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, শনিবার সকালে ডোনাল্ড ট্রাম্প ক্যাম্পকে ফোন করে ডাকযোগে ভোট দেওয়া ভোটারদের স্বাক্ষর নিরীক্ষা করার দাবি তুলতে বলেন। কিন্তু এ ধরনের কোনো নিরীক্ষা আদেশ দেওয়ার ক্ষমতা না থাকার যুক্তি দিয়ে ক্যাম্প প্রেসিডেন্টের অনুরোধ প্রত্যাখ্যান করেন। এর পরই টুইটারে গভর্নর ক্যাম্পের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেন ট্রাম্প।

Share.