ডেস্ক রিপোর্ট: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। টান টান উত্তেজনাপূর্ণ এই নির্বাচনে জর্জিয়ায় ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনের চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হাজার ৯০২ ভোটে এগিয়ে আছেন। এখনো ১৬ হাজার ১০৫ ভোট গণনা বাকি আছে ঘণ্টাখানেক আগে এমনটাই জানিয়েছেন জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট। অন্যদিকে সিবিএস নিউজের খবরে বলা হয়, রাজ্যটিতে ১৬টি ইলেকটোরাল ভোট রয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে সেখানকার কর্মকর্তারা বলেন, সম্ভাবনার চেয়েও বেশি আমরা ভোট গণনা করবো। তবে প্রক্রিয়ার কারণে ভোট গণনায় সময় লাগছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিজয় কেড়ে নিতে তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে শেষ দিকের ভোট গণনায় ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনই জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন।
জর্জিয়ায় ট্রাম্প ১৯০২ ভোটে এগিয়ে, গণনা বাকি ১৬১০৫
0
Share.