বুধবার, জানুয়ারী ২২

‘জর্ডানে অস্থিতিশীলতার সঙ্গে জড়িত ইসরাইল’

0

ডেস্ক রিপোর্ট:জর্ডানের অশান্তি ও অস্থিতিশীলতার সঙ্গে ইসরাইল জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইরান।রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পশ্চিম এশিয়ায় যেকোনো ধরণের উত্তেজনা ও অস্থিতিশীলতা দখলদার ইসরাইলের স্বার্থের জন্য অনুকূল।  এ কারণে মুসলিম দেশগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতার পেছনে  ইসরাইলের হাত থাকে। খোঁজ নিলে ইসরাইলের ষড়যন্ত্রের খোঁজ মেলে।জর্ডানে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার খবরের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন।তিনি আরও বলেন, জর্ডানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে তেহরান। দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা গোটা পশ্চিম এশিয়ার জন্যই গুরুত্বপূর্ণ।  ইরান মনে করে যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ের মীমাংসা হবে সেদেশের আইনের ভিত্তিতে।প্রসঙ্গত, জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তার সৎভাই প্রিন্স হামজাহ বিন হুসেইনসহ দেশটির প্রভাবশালী কয়েক ব্যক্তিত্বকে আটক করা হয়েছে। সিংহাসনের সাবেক উত্তরসূরি প্রিন্স হামজাহকে আটক কথা অস্বীকার করেছে সেনাবাহিনী। এরপরেই শনিবার একটি ভিডিওটেপের মাধ্যমে তিনি এই বিবৃতি দিয়েছেন।প্রিন্স হামজা স্থানীয় বিভিন্ন গোষ্ঠী নেতাদের সঙ্গে দেখা করার পর এ পদক্ষেপ নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে, এই নেতাদের মধ্যে হামজা কিছুটা সমর্থন আদায় করতে সক্ষম হয়েছিলেন।প্রিন্স হামজা কোনো অন্যায় করার কথা অস্বীকার করে তিনি কোনো ষড়যন্ত্রের অংশ নন বলে দাবি করেছেন।হামজা জর্ডানের প্রয়াত বাদশা হুসেইন ও তার প্রিয় স্ত্রী রানি নূরের বড় ছেলে।

Share.