শনিবার, ডিসেম্বর ২৮

জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলিবিনিময়, নিহত বন্দুকধারী

0

ডেস্ক রিপোর্ট: জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় এক বন্দুকধারী নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ রোববার স্থানীয় একটি নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা পেত্রা জানিয়েছে, আম্মানের রাবিয়াহ এলাকায় ইসরায়েলি দূতাবাসের কাছে টহল পুলিশ দলের ওপর গুলি ছুড়ে এক বন্দুকধারী। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির শব্দ শোনার পর জর্ডানের পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। দুইজন প্রত্যক্ষদর্শী বলেছেন, দূতাবাসের কাছে পুলিশ এবং অ্যাম্বুলেন্স দ্রুত ছুটে আসে। দেশটির একটি নিরাপত্তা সূত্র বলেছে, পুলিশ বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলেছেন। অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। জর্ডানে ইসরায়েলবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে রাবিয়াহ এলাকা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনের বিরুদ্ধে এ অঞ্চলে ইসরায়েলবিরোধী মনোভাব চাঙ্গা হয়ে ওঠার মধ্যে জর্ডানে বেশ কয়েকটি বড় ধরনের বিক্ষোভ–সমাবেশ হয়েছে। তবে সেগুলো ছিল শান্তিপূর্ণ। জর্ডানের ১ কোটি ২০ লাখ অধিবাসীর অনেকেই ফিলিস্তিনি বংশোদ্ভূত। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর অনেক ফিলিস্তিনি পালিয়ে জর্ডানে চলে আসেন।

Share.