জাতির পিতার নাম কোনোদিন মোছা যাবে না : প্রধানমন্ত্রী

0

ঢাকা অফিস: যাকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা করা হয়েছিল, আন্তর্জাতিকভাবে তার কোনো ঠিকানা থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজকে আর তাঁর নাম কোনোদিন মোছা যাবে না। যেখানে মিথ্যা ঘোষক হওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এখন বিশ্বনেতৃবৃন্দ নিজেরাই প্রচার করছেন এবং অনেক জায়গায় রেজ্যুলেশন হচ্ছে ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষণা করেছিলেন।’বঙ্গবন্ধুর দেখানো পথে চলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে বলে জানিয়েছেন শেখ হাসিনা।আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষের কর্মসূচি বাড়ানো হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি, মূলদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের সব স্তরের কমিটিকে নিজেদের মতো করে কর্মসূচি পালনের আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Share.