জাতিসংঘে রাশিয়ার শাস্তি দাবি করলেন ভলোদিমির জেলেনস্কি

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে সামরিক আগ্রাসনের জন্য রাশিয়ার শাস্তি নিশ্চিতের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য একটি বিশেষ ট্রাইবুন্যাল প্রতিষ্ঠার পাশাপাশি রাশিয়ার ভেটো ক্ষমতা কেড়ে নেওয়ার দাবি জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে প্রি-রেকর্ডেড ভিডিওর মাধ্যমে বক্তব্য দেন জেলেনস্কি। এর কয়েক ঘণ্টা আগেই নতুনভাবে ইউক্রেনে আংশিক সেনা সমাবেশের ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে একটি অপরাধ সংগঠিত হয়েছে। আমরা শুধুমাত্র শাস্তি দাবি করছি।’ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের পর প্রথমবারের মতো জাতিসংঘে বিশ্ব নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন জেলেনস্কি। জেলেনস্কির ভাষণ শেষ হওয়ার পর বিভিন্ন দেশের কূটনীতিবিদরা হাত তালিয়ে দিয়ে প্রশংসা করলেও রাশিয়াসহ কিছু দেশের প্রতিনিধিরা চুপচাপ বসে ছিল। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইউক্রেনে রুশ হামলার কড়া সমালোচনা জানিয়ে বক্তব্য দেয় জার্মানি এবং ফ্রান্স। নিউ ইয়র্কে জাতিসংঘে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ‘‘ইউক্রেনে সামরিক আগ্রাসন পরিচালনায় রাশিয়ার হামলার কোনো ভিত্তি নেই। এটি সাম্রাজ্যবাদ।‘’ তার মতে, পুতিনের এ সিদ্ধান্ত শুধুমাত্র ইউরোপেই বিপর্যয় নিয়ে আসবে না। বরং বিশ্বে রুল-বেজড অর্ডার বজায়ে প্রভাব রাখবে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, ইউক্রেনে রুশ হামলায় রাশিয়ার নিন্দা জানানোর ক্ষেত্রে কোনো দেশের নিরপেক্ষ থাকা উচিত নয়। যারা বর্তমানে নিশ্চুপ রয়েছে, তারা নতুন একটি সাম্রাজ্যবাদ গড়ে ওঠার উঠার ক্ষেত্রে সহায়তা করছে। অন্যদিকে কাতার, সেনেগাল এবং তুরস্ক দ্রুত শান্তি আলোচনা শুরুর আহ্বান জানায়। আর ইউক্রেনে মস্কোর নৃশংসতার বিচারের দাবিতে একটি যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল প্রতিষ্ঠার আহ্বান জানায় লিথুয়ানিয়া। অন্যদিকে গতকাল বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু জানান, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া অভিযান শুরুর পর থেকে তাদের ৫ হাজার ৯৩৭ জন সেনা নিহত হয়েছেন। শোইগু আরও বলেন, ইউক্রেন পশ্চিমাদের সঙ্গে সম্মিলিতভাবে যুদ্ধ করছে। রাশিয়া তেমনটি করছে না।

Share.