ঢাকা অফিস: ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। আজ মঙ্গলবার বেলা দুইটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। হঠাৎ বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে কেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক? দেড় ঘণ্টা ধরে চলা এই বৈঠক কি পূর্বনির্ধারিত ছিল! না, এটি কোনো পূর্বনির্ধারিত বৈঠক ছিল না বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন নেতা অংশ নেন। বৈঠকে অংশ নেওয়া অন্য দুজন হলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে শায়রুল বলেন, এ ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না। যারা বৈঠকে অংশ নিয়েছেন, তারা বলতে পারবেন।বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক কিংবা বিএনপির নেতারা গণমাধ্যমে কোনো কথা বলেননি।দলের একটি সূত্র নাম প্রকাশ না করে জানান, মূলত ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসেছিলেন জিন লুইস। তবে আলোচনায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি তোলেন বিএনপির নেতারা।
জাতিসংঘ আবাসিক সমন্বয়কের সঙ্গে হঠাৎ বিএনপির দীর্ঘ বৈঠক
0
Share.