ঢাকা অফিস:কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লাখো রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছেন।শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় উখিয়ায় আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে তারা অংশ নেন। এর আগে, দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার পৌঁছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা।জানা গেছে, ইফতারের মেন্যুতে ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, বেগুনি, শরবতসহ বিভিন্ন ধরনের খাবার ছিল। আর এই খাবারের তালিকা থেকে স্পষ্ট হয় যে, এই আয়োজনে সাধারণ মানুষ এবং অতিথিদের জন্য সহজ, স্থানীয় ও পরিচিত ইফতার পরিবেশন করা হয়।রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শিক্ষার্থী ও কমিউনিটির সঙ্গে তাদের জীবনমান নিয়ে আলোচনা করেন। তার সফরে মানবিক সহায়তা ও রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে বাংলাদেশে এসেছেন।
জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন
0
Share.