বুধবার, জানুয়ারী ২২

জাতীয় ঐকমত্য ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন: আমীর খসরু মাহমুদ চৌধুরী

0

ঢাকা অফিস: স্থায়ী সংস্কারের জন্য জাতীয় ঐকমত্য এবং জনমতের গুরুত্বের ওপর জোর দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, “দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।” মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘টেইক ব্যাক বাংলাদেশ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই বৈঠকের আয়োজন করে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস। আমীর খসরু বলেন, “জনমতকে উপেক্ষা করে কোনো অনির্বাচিত সরকারের পক্ষে স্থায়ী সংস্কার করা সম্ভব নয়। জনগণের সম্মতি ছাড়া যেকোনো সংস্কার ব্যর্থ হবে। এজন্য প্রয়োজন জাতীয় ঐকমত্য।” তিনি আরও বলেন, “সংস্কারের নামে যে কোনো উদ্যোগ জনগণ প্রত্যাখ্যান করবে যদি তা তাদের মতামতকে উপেক্ষা করে করা হয়। তাই জনগণকে ক্ষমতায়ন করতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।” গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ এবং গণমাধ্যমকর্মীরা। আলোচনায় রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়।

Share.