জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

0

ঢাকা অফিস:রাজধানীতে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং থেকে জানানো হয়েছে, ঈদের দিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এদিন বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামীকাল উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। আজ রোববার সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশেই পালিত হচ্ছে ঈদুল ফিতর।

Share.