জাতীয় ঈদগাহে নজিরবিহীন দৃশ্য

0

ঢাকা অফিস:জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সর্বস্তরের মানুষ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাধারণ জনগণের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও তার সঙ্গে কুশল বিনিময় করেন।এসময় দেখা যায়, অভূতপূর্ব সব দৃশ্য। নামাজের পর প্রধান উপদেষ্টা সাধারণ মানুষদের সঙ্গে কুশল বিনিময় করার পাশাপাশি হাতও মেলান। প্রধান উপদেষ্টার সঙ্গে করমর্দন করতে জনসাধারণের মধ্যে উচ্ছ্বাসও ছিল দেখার মতো। ঈদের নামাজ শেষে ড. ইউনূস উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দেশের সমৃদ্ধি ও শান্তির জন্য প্রার্থনা করেন। ঈদগাহ ময়দান মুখরিত হয় শুভেচ্ছা ও আনন্দের আবহে।নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা দেশের উন্নতি ও শান্তি কামনা করেন। ঈদের এই শুভক্ষণে সবার মধ্যেই ছিল উৎসাহ ও উদ্দীপনার ছোঁয়া।উল্লেখ্য, প্রায় দেড় যুগ পর জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিলেন বাংলাদেশের সরকার প্রধান। সোমবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

Share.