জাতীয় দলে সুযোগ পেলেন দুই প্রবাসী ফুটবলার

0

স্পোর্টস ডেস্ক: তিনটি প্রীতি ম্যাচ খেলতে কিরগিজস্তান যাচ্ছে বাংলাদেশ। তার আগে ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। যেখানে প্রথমবারের মতো সুযোগ হয়েছে রাহবার ওয়াহেদ খান সাহরান ও নায়েব মো. তাহমিদ ইসলামের।ফরোয়ার্ড সাহরান কানাডার নর্থ টরেন্টো সকার ক্লাবের হয়ে খেলছেন। অন্যদিকে ফ্রান্সের উসসা ভেরটো ক্লাবের মাঠ মাতাচ্ছেন মিডফিল্ডার তাহমিদ।কিরগিজস্তানে ৫ সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে, ৭ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর কিরগিজ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।

সফরটি অক্টোবরে মালদ্বীপে বসতে চলা সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে দেখছেন লাল-সবুজদের প্রধান কোচ জেমি ডে।

বাংলাদেশ দল

গোলকিপার

আনিসুর রহমান জিকো (বসুন্ধরা কিংস), মিতুল মারমা (উত্তর বাড়িধারা, শহিদুল আলম (ঢাকা আবাহনী)

ডিফেন্ডার

বিশ্বনাথ ঘোষ (বসুন্ধরা কিংস), রহমত মিয়া (সাইফ স্পোর্টিং), তপু বর্মণ (বসুন্ধরা কিংস), তারিক কাজী (বসুন্ধরা কিংস), রিয়াদুল হাসান রাফি (সাইফ স্পোর্টিং), ইয়াসিন আরাফাত (সাইফ স্পোর্টিং), রেজাউল করিম (শেখ জামাল), মেহেদী হাসান (মুক্তিযোদ্ধা), মোহাম্মদ আতিকুজ্জামান (মোহামেডান)

মিডফিল্ডার

জামাল ভূঁইয়া (সাইফ স্পোর্টিং), মাসুক মিয়া জনি (বসুন্ধরা কিংস), সোহেল রানা, রাকিব হোসেন (চট্টগ্রাম আবাহনী), সাদ উদ্দিন ( ঢাকা আবাহনী), নায়েব মো. তাহমিদ ইসলাম (উসসা ভেরটো ক্লাব, ফ্রান্স)।

ফরোওয়ার্ড

মাহবুবুর রহমান সুফিল বসুন্ধরা কিংস), বিপলু আহমেদ (বসুন্ধরা কিংস), মোহাম্মদ ইব্রাহিম বসুন্ধরা কিংস), মতিন মিয়া বসুন্ধরা কিংস), রাহবার ওয়াহেদ খান সাহরান (নর্থ টরেন্টো সকার ক্লাব, কানাডা)।

Share.