জাতীয় পার্টির কেউ কেউ না আসে তাহলে জোর করবে না আওয়ামী লীগ: কাদের

0

ঢাকা অফিস: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির (জাপা) কেউ কেউ যদি আওয়ামী লীগের সাথে না আসে তাহলে তাদেরকে জোর করবে না আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) সকালে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করতে সচিবালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপির সঙ্গে এখন আর সংলাপের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এখন আর সংলাপের সুযোগ নেই বিএনপির সঙ্গে। কারণ সময় খুব কম। তফসিল হয়ে গেলে নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশ। ওবায়দুল কাদের আরও বলেন, সংলাপ যদি করতেই হয়, তবে সেটা হবে শর্তহীন। সেটা আগেই বলেছি। তিনি আরও বলেন, সংলাপ যদি করতে হয় সব দলের সাথেই করতে হবে। এক দুটি দলের সাথে করলে তো আর হবে না। কিন্তু সময় খুব অল্প। ইসি তফসিল ঘোষণা করে ফেলবে।

Share.