সোমবার, জানুয়ারী ২৭

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে মারা গেছেন

0

ডেস্ক রিপোর্ট: জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে ১০১ বছর বয়সে মারা গেছেন। আজ শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যমে এ খবর জানানো হয়। নাকাসোনে ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয়ের বিপর্যয় কাটিয়ে উঠতে শীতল যুদ্ধকালে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিশেষ ভূমিকা পালন করেন। ইয়াসুহিরো নাকাসোনে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরে তার পররাষ্ট্র নীতি তুলে ধরে ইউরোপ এবং আমেরিকাকে জাপানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেন।

Share.