সোমবার, জানুয়ারী ২০

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজোআবের মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

0

ঢাকা অফিস: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার (৮ জুলাই) বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৭ বছর বয়সী শিনজো আবে। তিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন। নারা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানিয়েছে, জাপানের স্থানীয় সময় বিকাল ৫টা ৩ মিনিটে শিনজো আবেকে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে বাঁচাতে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে মরিয়া চেষ্টা চালিয়েছেন ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। তবে ঘাতক বুলেট তার বুকের যথেষ্ট গভীরে পৌঁছে যায় বলে বাঁচানো সম্ভব হয়নি।

Share.