বুধবার, জানুয়ারী ২২

জাপানে অনুষ্ঠিত-২০২০ অলিম্পিক গেমসে স্টেডিয়ামে ঢুকতে পারবে না ১০ হাজারের বেশি দর্শক

0

স্পোর্টস ডেস্ক: জাপানে অনুষ্ঠিত-২০২০ অলিম্পিক গেমসে স্টেডিয়ামে ১০ হাজারের বেশি দর্শক ঢুকতে দেওয়া হবে না। গত বছরের ২৪ জুলাই জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক গেমস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এক বছরের জন্য বাতিল করা হয় অলিম্পিক গেমস। দীর্ঘ এক বছর পর আগামী মাসের ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২০ অলিম্পিক গেমসের আসর।অলিম্পিকে বিদেশি দর্শকদের মাঠে প্রবেশ করার বিষয়টি আগেই নিষিদ্ধ করেছে জাপান। কিন্তু জাপানিরা মাঠে প্রবেশ করতে পারবে কিনা সে নিয়ে অনেক জল্পনা-কল্পনা শুরু হয়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জাপানিদের মাঠে প্রবেশ করার অনুমতি দিয়েছে অলিম্পিক আয়োজক কমিটি।ছোট ভেন্যুগুলোর প্রতিটিতে ধারণক্ষমতার অর্ধেক দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। তবে বড় ভেন্যুর ক্ষেত্রে ধারণক্ষমতা যতই হোক না কেন, সর্বোচ্চ ১০ হাজার দর্শক ঢুকতে পারবেন।সোমবার (২১ জুন) আয়োজিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, টোকিও অলিম্পিক কমিটি, আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি, টোকিও মেট্রোপলিটন সরকার ও জাপান সরকার।বৈঠকে আরো উপস্থিত ছিলেন, টোকিও অলিম্পিক কমিটির সভাপতি সেইকো হাশিমোতো, আন্তর্জাতিক কমিটির প্রধান টমাস বাখ (পর্দায়), অলিম্পিক ও প্যারালিম্পিক মন্ত্রী টামায়ো মারুকায়া।আগামী ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হওয়ার কথা এবারের অলিম্পিক। সে সূচিতে কোনো নড়চড় হচ্ছে না। তবে করোনা সংক্রমণ বিবেচনা করে যে কোনো সময়ই এ সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে।ভেন্যুতে প্রবেশ করার জন্য দর্শকদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া কথা বলা সহ জোরে চিৎকার করা থেকেও বিরত থাকতে হবে।অলিম্পিকের পরই শুরু হবে প্যারালিম্পিক। সেখানে দর্শক থাকবে কি না, এ–সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ১৬ জুলাই।

Share.