শনিবার, ডিসেম্বর ২৮

জাপানে কেন বিমানের চার্টার্ড ফ্লাইট যেতে পারবে না?

0

ডেস্ক রিপোর্ট: জাপানে বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইট নিষেধাজ্ঞার মুখে পড়েছে। কিন্তু কেন? অনুসন্ধানে দেখা যায়, একটি চার্টার্ড ফ্লাইটে দু’জন করোনা রোগীর সন্ধান পাওয়ার পর জাপান এই সিদ্ধান্ত নিয়েছে। করোনা নেগেটিভ ভুয়া সার্টিফিকেট নিয়েই এই সংকট তৈরি হয়েছে। সার্টিফিকেট সঠিক হলে হয়তো জাপান এই সিদ্ধান্ত নিতো না। অতিসম্প্রতি জাপান দূতাবাস তাদের নাগরিকদের ফেরানোর জন্য বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চার্টার্ড করে। বিমানে যাত্রী কারা যাবেন এটাও ঠিক করে দূতাবাস। বিমানটি জাপান পৌছার পর দু’জনের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। এর কয়েকদিন পরেই জাপান সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বিমানের কোন ভাড়া করা বিমানকে তারা স্বাগত জানাবে না।

Share.