ঢাকা অফিস: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাতের মৃত মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় একই আসনে জাতীয় পার্টির (জাপা) বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবীরের আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন কায়সার হাসনাত।মামলার আসামি লিয়াকত হোসেন খোকা সোনারগাঁ আসনে মহাজোট থেকে মনোনীত জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন। মামলার আর্জিতে কায়সার হাসনাত অভিযোগ করেন, গত ২৬ ডিসেম্বর সোনারগাঁও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে দরপত এলাকায় একটি উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সাংসদ লিয়াকত হোসেন খোকা তাঁকে ও তাঁর মা মরহুমা মমতাজ বেগমকে নিয়ে মিথ্যাচার করেছেন। এই সাংসদ অসৎ উদ্দেশ্যে রাজনৈতিক ফায়দা লুটতে এবং পারিবারিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করতে ওই বক্তব্য দেন। মামলায় বলা হয়, সাংসদ লিয়াকত হোসেন খোকা ওইদিনের আলোচনা সভায় বলেছিলেন যে, কায়সার সম্পত্তির জন্য নিজের মায়ের বিরুদ্ধে মামলা করে মাকে আদালতে দাঁড় করিয়েছিলেন। যে সন্তান তুচ্ছ সম্পত্তির লোভে মায়ের বিরুদ্ধে মামলা করতে পারেন, তাঁর কাছে জনগণ কী আশা করতে পারে। সাংসদের এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে কায়সার হাসনাত ও তাঁর পরিবারের সুনাম ক্ষুন্ন হয়েছে বলে তিনি মনে করছেন।কায়সার দাবি করেন, তাঁর মায়ের বিরুদ্ধে তিনি কোনো ধরনের মামলা করেননি। সাংসদ লিয়াকত হোসেন খোকার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। যার কারণে তিনি এই সাংসদের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন।মামলার বাদী কায়সার হাসনাত আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে আদালতের কাছে ন্যায়বিচার দাবি করেন।বাদীর আইনজীবী মো. জসীম উদ্দিন জানান, কায়সার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ছাড়াও তাঁর দাদা ও চাচা সাংসদ ছিলেন। তাঁর বাবা ৪০ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং মা ছিলেন সমাজসেবিকা। সাংসদ লিয়াকত হোসেন খোকার মিথ্যা বক্তব্যে পরিবারটির সুনাম নষ্ট হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে রেকর্ড গ্রহণ করেছেন এবং পরবর্তী সময়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
জাপার সাংসদের বিরুদ্ধে আ.লীগের সাবেক সাংসদের মামলা
0
Share.