জামাত- বিএনপি’র ষড়যন্ত্র না থাকলে দেশ আরো অনেক এগিয়ে যেতো: তথ্যমন্ত্রী

0

বাংলাদেশ থেকে সিরাজগঞ্জ প্রতিনিধি: জামাত- বিএনপি’র ষড়যন্ত্র না থাকলে দেশ আরো অনেক এগিয়ে যেতো মন্তব্য করে আওয়ামীলীগের যুগ্ন- সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন- বেগম খালেদা জিয়া নিজের নামে বিদেশী পত্রিকায় কলাম লিখেছেন ও ফকরুলরা দলের প্যাড ব্যবহার করে বিদেশীদের কাছে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন। তিনি আরও বলেন, সমগ্র পৃথিবী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ। অথচ বিএনপি নেতাদের উন্নয়ন চোখে পড়ে না। ফখরুল ইসলাম আলমগীর অবলীলায় মিথ্যা বলে যাচ্ছেন। গয়েশ্বর বাবু আর রিজভীও বিভিন্ন সময়ে মিথ্যা বলছেন। তিনি রবিবার দুপুরে সিরাজগঞ্জে পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নির্বাহী সদস্য, মেরিনা জাহান কবিতা এমপি, সদস্য আব্দুল আওয়াল শামীম, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর শাকিল জয় এমপি ও অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, বিমল কুমার দাস, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসাদ উদ্দিন পবলু। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন- প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আরও বলেন, স্বাধীনতার অর্জনের পর অনেকে বলেছিল বাংলাদেশে মাথাপিছু এক হাজার ডলার আয় করতে একশো বছর সময় লাগবে। আজকে ৫০ বছরে মাথাপিছু আয় গিয়ে পৌছেছে আড়াই হাজার ডলারে। মাথাপিছু আয়ে আমরা ভারতকে ছাড়িয়েছি, ২০১৫ সালে পাকিস্তানকেও ছাড়িয়েছি। ১৯৯৬ সালে শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছিলেন দেশে কোন কুঁড়েঘর থাকবে না। এখন আর কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় না। শতভাগ বিদ্যুতায়নের ফলে চেরাগ, ল্যাম্প আর হ্যাজাক যাদুঘরে চলে গেছে। সব কিছু শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের ফলে সম্ভব হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, আমার শহর আমার গ্রাম” আজ শহরের সুযোগ সুবিধা গ্রামে চলে গেছে। দেশের পরিবর্তন হয়েছে। প্রতিটি মানুষের পরিবর্তন হয়েছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসান মাহমুদ বলেন, এত উন্নয়ন আমাদের দলের কতিপয় নেতাকর্মী যারা ঔদ্বত্যপূর্ণ আচরণ করবে, যারা জায়গা দখল করবে তাদের কারনে ম্লান হবে সেটি হতে পারে না। যারা পিঠ বাঁচাতে, সম্পদ রক্ষা আর সম্পদ অর্জন করতে আওয়ামীলীগ করবে তাদের দলে দরকার নেই। টাকার জোরে যারা নেতা হতে চায় তাদের নেতা বানানোর কোন দরকার নেই। যারা দু:সময়ে দলের সাথে ছিল তাদেরকে নেতা বানাতে হবে।

Share.