জামালপুরে ট্রেনের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেলআরোহী নিহত

0

বাংলাদেশ থেকে জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলআরোহী দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতু (পূর্ব) স্টেশন রেলপথের সরিষাবাড়ীর সাতপোয়া জামতলা মোড় অরক্ষিত লেবেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী জোনাল অফিসের মিটার টেস্টিং সুপারভাইজার মো: আলী হাসান (২৪)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মোনাকষা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। নিহত অপরজন একই অফিসের ইলেকট্রিশিয়ান ও সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বিলপাড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে সুলতান মাহমুদ (৩৫)। স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল ৩টার দিকে আলী হাসান ও সুলতান মাহমুদ তাদের কর্মস্থল সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিস থেকে মাঠপর্যায়ে কাজের জন্য একই মোটরসাইকেলে ডোয়াইল এলাকায় যাচ্ছিলেন। এ সময় তারা সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া জামতলা মোড়ের অরক্ষিত লেবেলক্রসিং পাড় হওয়ার সময় সরিষাবাড়ী স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) স্টেশনগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের সাথে তাদের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় তারা ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উপজেলা হাসপাতালে কর্তব্যরত মেডিক্যাল অফিসার নুসরাত জাহান সাংবাদিকদের জানান, গুরুতর আহত অবস্থায় আলী হাসান ও সুলতান মাহমুদকে বিকেল ৪টার দিকে হাসপাতালে আনা হয়। মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন। পল্লী বিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী জোনাল অফিসের এ জি এম নূরুল হুদা দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, কাজের উদ্দেশ্যে তারা মাঠে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রেনে কাটা পড়ে তারা নিহত হন। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মুজিবুল হক জনকণ্ঠকে বলেন, ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

 

Share.