বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

জামায়াতের ১৬ কর্মী গ্রেপ্তার

0

ঢাকা অফিস: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমহোনপুর এলাকা থেকে গানপাউডার ও ককটেলসহ ১৬ জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫টি ককটেল, আধাকেজি গানপাউডার, কিছু জেহাদী বই, ৩টি তাঁবুসহ খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়। আজ শুক্রবার  সদর মডেল থানার ওসি মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে চরমোহনপুর এলাকার একটি গহীন আমবাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটী বড়িপাড়ারমো. ওমর আলীর ছেলে মো. মামলত হোসেন (৪৪), ঘাটিয়ালপাড়ার মৃত আসাদের ছেলে এহসান আলী (৭২), মহাডাঙ্গার আনোয়ারুল ইসলামের ছেলে মোমিন ইসলাম (২৫), নামোশংকারবাটি ঘাটিয়ালপাড়ারমৃত মঈন উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন (৬৩), চরইসলামপুরের ইফসুফ আলীর ছেলে আব্দুল মালেক (৪০), মহাডাঙ্গার মঞ্জুর আলীর ছেলে তুকচমারুল হক (৩২), বড়িপাড়ার আলতাফ হোসেনের ছেলে আব্দুল হাদি ওরফে হাবিব (৪০), ঘাটিয়ালপাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (৫২), ইমদাদুল হকের ছেলে মিনহাজ উদ্দিন (৩৫), মহাডাঙ্গার আব্দুর রহমানের ছেলে মাসুদ আলম (৪৮), উপর-রাজারামপুরের সাদিকুল ইসলামের ছেলে আব্দুল কাদের (৩৫), ভবানীপুরের মৃত মহসিন মোল্লার ছেলে আমিরুল ইসলাম (৫৫), কালিনগ গ্রামের আজাহার আলীর ছেলে ইসরাফিল হক (২৯), চরমোহনপুরের মোজাম্মেলের ছেলে ফারুক হোসেন (৪০), মোহনপুরের মৃত মোন্তাজ আলীর ছেলে শহাজাহান আলী (৫২) ও ভবানিপুরের মৃত ফজলুর রহমানের ছেলে মফিজুর রহমান (৫১)। সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, একটি গহীন আমবাগানে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share.