ডেস্ক রিপোর্ট: ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও করোনার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে চলমান লকডাউনে আরও কড়াকড়ি আরোপের আভাস দিয়েছে দেশটির সরকার।বুধবার (১৪ এপ্রিল) জার্মানিতে কমপক্ষে সাড়ে তিনশ জনের মৃত্যু একইসঙ্গে ত্রিশ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।দেশটির রবার্ট কক ইনস্টিটিউটের দেওয়া তথ্যটির মতে, করোনাকে রুখতে অ্যাঙ্গেলা মার্কেল সরকারের দেওয়া সকল বিধিনিষেধ, নিয়মনীতি কিংবা লকডাউনের পর লকডাউনের মতো কর্মসূচির সবই যেন উলুবনে মুক্তো ছড়ানোর মতো হয়ে দাড়িয়েছে।জার্মানিজুড়ে কোভিডের সঙ্গে সঙ্গে বাড়ছে করোনার নতুন ধরনের স্ট্রেইন। এ অবস্থায় আগামী ১৮ এপ্রিল পর্যন্ত দেওয়া লকডাউনে আরও কড়াকড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে মার্কেল সরকারের।জার্মানিতে করোনার এমন পরিস্থিতিতে বাঙালির চিরায়ত ঐতিহ্য বাংলা নববর্ষকে বরণসহ সংযমের মাসে প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতার পরামর্শ দিয়েছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি পালনে সর্বোচ্চ চেষ্টার আহ্বান জানান এ রাষ্ট্রদূত।জার্মানিতে এখন পর্যন্ত টিকার ১ম ও ২য় ডোজ টিকা নিয়েছেন এমন মানুষের সংখ্যা এখন প্রায় ১ কোটি ৯২ লাখ। বর্তমানে কিছুটা টিকার সংকট থাকলেও জার্মানির মতো বাংলাদেশও সঠিক টিকা কার্যক্রম নীতিতে এগুচ্ছে এমনটাই মনে করছেন রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
জার্মানিতেও করোনার ভয়াবহ পরিস্থিতি
0
Share.