ডেস্ক রিপোর্ট: জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪৫ জনের শরীরে ধরা পড়েছে নভেল করোনাভাইরাস। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৭০৩ জন।শনিবার রবার্ট কশ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৯৪ জন। এ নিয়ে সেখানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৫টি।এর আগে, গতকাল একদিনে ১ হাজার ৬৩৯ জন আক্রান্ত ও ১৯৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল জার্মানি। সংক্রমণ বাড়লেও গত বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ঘোষণা দিয়েছেন, শিগগিরই দেশটিতে চার্চ, জাদুঘর, চিড়িয়াখানা, খেলার ময়দানগুলো খুলে দেয়া হবে।ইতোমধ্যেই সেখানে দোকানপাট ও স্কুল চালু হয়েছে। তবে হোটেল-রেস্টুরেন্ট ফের চালুর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।জার্মান নেতারা জানিয়েছেন, নিষেধাজ্ঞা শিথিলের পর সংক্রমণ বাড়তে থাকলে প্রয়োজনে আবারও দেশজুড়ে লকডাউন জারি করা হবে।
জার্মানিতে করোনায় প্রাণহানি সাড়ে ছয় হাজার ছাড়াল
0
Share.