বুধবার, জানুয়ারী ২২

জার্মানিতে ভিডিও গেম প্ল্যাটফর্মে হত্যাকাণ্ড লাইভ স্ট্রিম করে বন্দুকধারী

0

ডেস্ক রিপোর্ট: বুধবার জার্মানির হল শহরে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হন। গুলি করার পর হামলাকারী গাড়িতে করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এক টুইটবার্তায় স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিকভাবে আমরা দুজনের মৃত্যুর কথা জানতে পেরেছি। বেশ কয়েকটি গুলি চালিয়ে হামলাকারী গাড়িতে করে পালিয়ে গেছে। এরপর পুলিশ স্থানীয়দের বাড়িতে নিরাপদে থাকার নির্দেশ দেয়। পরে হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। তারা জানায়, হামলার সময় একটি অনলাইন ভিডিও গেম প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করেছিল হামলাকারী।  তার পরনে ছিল সেনাবাহিনীর মতো পোশাক ও সঙ্গে ছিল ভারী অস্ত্র। ভিডিওটি এখন সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সেদিন সিনাগগে ইহুদি উৎসব পালনে গিয়েছিলেন স্থানীয়রা। কিন্তু সেখানে ঢুকতে ব্যর্থ হওয়ায় রাস্তায়ই দুজনকে হত্যা করে হামলাকারী। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সিহোফার বলেন, আমাদের কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ আছে, যাতে বোঝা যায় হামলাকারী উগ্র-ডানপন্থী ছিল।

Share.