স্পোর্টস ডেস্ক: গত মার্চ থেকে সব খেলাধুলা বন্ধ। দীর্ঘ অপেক্ষার অবশেষে সবার আগে মাঠে খেলা ফেরাচ্ছে জার্মানের শীর্ষ লিগ বুন্দেসলিগা। করোনার বাধা এড়িয়ে আগামী ১৬ মে থেকে আবার মাঠে গড়াবে খেলা। গত বুধবার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বুধবার জানান, এ মাসেই ফিরছে বুন্দেসলিগা। এর একদিন পরেই গতকাল বৃহস্পতিবার জার্মান ফুটবল লিগের (ডিএফএল) পক্ষ থেকে এক বিবৃতিতে প্রতিযোগিতাটি ফেরার চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়। মাঠের খেলা ফেরার প্রথম দিন বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে শালকে। পরের দিন ইউনিয়ন বার্লিনে খেলতে যাবে পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা বায়ার্ন মিউনিখ। তবে মৌসুমের বাকি সব ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। শেষ রাউন্ডের খেলা হবে ২৭ ও ২৮ জুন। করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফিরতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল। এরই মধ্যে বেশ কয়েকটি ক্লাব অনুশীলনের তোড়জোড় শুরু করে দিয়েছে। তবে সবার আগে খেলা শুরুর প্রক্রিয়া শুরু করেছিল জার্মানের শীর্ষ লিগ বুন্দেসলিগা। সে হিসেবে তারাই সবার আগে মাঠে ফিরছে। লিগটি ফেরাতে গত মাসেই ছোট ছোট গ্রুপ হয়ে অনুশীলন শুরু করেন বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা। এরপর দুই বিভাগের মোট ৩৬টি ক্লাবের এক হাজার ৭২৪ জন ফুটবলার ও কোচিং স্টাফদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের মতো করোনা পজিটিভ আসে। আক্রান্তদের ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়। পরপর দুবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেই খেলোয়াড়রা খেলায় অংশ নিতে পারবেন বলে জানায় ডিএফএল। লিগটির আরো ৯ রাউন্ড বাকি। এখন পর্যন্ত ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। তাদের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।
জার্মান লিগ শুরুর দিনক্ষণ চূড়ান্ত
0
Share.