ডেস্ক রিপোর্ট: পশ্চিম ইউরোপের দেশ জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনীর গোলাবারুদের একটি চালান একটি ডেলিভারি ট্রাক থেকে চুরি হয়েছে। স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের বুর্গ শহরের সেনা ব্যারাকে যাওয়ার পথে ট্রাকটি থেকে হাজার হাজার গুলি উধাও হয়।ডিপিএ সংবাদ সংস্থাকে কর্মকর্তারা জানালেও কত পরিমাণ গোলাবারুদ চুরি হয়েছে তা স্পষ্ট করেননি। যদিও বিভিন্ন প্রতিবেদনে একজন প্রতিরক্ষা মুখপাত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, প্রায় ২০ হাজার রাউন্ড গুলি চুরি হয়েছে।ধারণা করা হচ্ছে, একটি বেসরকারি পরিবহন প্রতিষ্ঠানের ড্রাইভার ২৫ নভেম্বর রাতে ট্রাকটি একটি অরক্ষিত পার্কিং লটে রেখে গেলে চুরির ঘটনাটি ঘটে। সামরিক কন্ট্রাক্টরের মাধ্যমে একটি কোম্পানি থেকে ট্রাকটি নেওয়া হয়েছিল।পরদিন ট্রাকটি নিকটবর্তী ক্লজভিটজ সামরিক ব্যারাকে পৌঁছালে দেখা যায়, গোলাবারুদের চালান নেই। এরপর সেনাবাহিনী ও পুলিশ যৌথ তদন্ত শুরু করে।জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেলসহ অন্যান্য সূত্র জানায়, তালিকা মিলিয়ে দেখা গেছে—পিস্তলের প্রায় ১০ হাজার রাউন্ড তাজা গুলি এবং প্রশিক্ষণের কাজে ব্যবহৃত অ্যাসল্ট রাইফেলের ৯ হাজার ৯০০ রাউন্ড গুলি নিখোঁজ। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক বা শনাক্ত করা হয়েছে কি না, কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি।ঘটনাটি নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় গণমাধ্যমকে জানিয়েছে, “আমরা চুরির বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। এই ধরনের গোলাবারুদ ভুল হাতে পড়া উচিত নয়।”পাবলিক ব্রডকাস্টার এমডিআর জানিয়েছে, বুন্দেসওয়েহর তদন্তে খতিয়ে দেখবে—কেন ড্রাইভার নিরাপদ কোনো স্থানে ট্রাকটি থামাননি। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি গাড়িটি অরক্ষিত পার্কিং লটে রেখে কাছাকাছি একটি হোটেলে রাত কাটান।স্যাক্সনি-আনহাল্টে এর আগেও গোলাবারুদ ‘হারানোর’ ঘটনা ঘটেছে। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে বার্নবুর্গ ও আইসলেবেন শহরে পুলিশের গোলাবারুদ নিখোঁজ হওয়ার ঘটনাও রয়েছে।আগস্টে বার্নবুর্গের স্থানীয় পুলিশ ৯০ রাউন্ড গোলাবারুদ হারানোর কথা জানায়। কয়েক সপ্তাহ আগে আইসলেবেনের কর্মকর্তারা জানান, তাদের ১৮০ রাউন্ড গোলাবারুদ নিখোঁজ হয়েছে। এসব ঘটনার মধ্যে তাৎক্ষণিক কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
জার্মান সামরিক বাহিনীর বড় গুলির চালান নিখোঁজ, ব্যারাকে নেওয়ার পথে উধাও
0
Share.