বুধবার, জানুয়ারী ২২

জাহাজ-নৌকা সংঘর্ষে ইন্দোনেশিয়ায় নিখোঁজ ১৭

0

ডেস্ক রিপোর্ট: মালবাহী জাহাজের সঙ্গে মাছ ধরার নৌকার সংঘর্ষে ইন্দোনেশিয়ায় ১৭ জন নিখোঁজ রয়েছে। দেশটির জাভা দ্বীপে এই দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।দেশটির কর্তৃপক্ষ রোববার এক বিবৃতিতে জানায়, শনিবারের ওই দুর্ঘটনার পর মাছ ধরার নৌকার ১৫ জন সদস্যকে উদ্ধার করা হয়। বাকি ১৭ জনকে খুঁজতে পাঁচ সদস্যের ডুবুরি দল খোঁজ চালাচ্ছে।নিখোঁজদের উদ্ধার করতে এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে। একটি উদ্ধারকারী জাহাজ লোকজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। হেবকো পায়োনিয়ার নামে দুর্ঘটনা কবলিত জাহাজটির ধারণ ক্ষমতা প্রায় ৩০ হাজার টন। ওই জাহাজ এবং মাছ ধরার নৌকায় ইন্দোনেশিয়ার পতাকা ছিল। তবে দুর্ঘটনায় কার্গো জাহাজটির কোনো ক্রুর হতাহতের খবর পাওয়া যায়নি।

Share.