স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের ওপেনার হিসেবে পরিচিত সৌম্য সরকার। এবার তাঁর পরিচয় বদলাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাত নম্বরে ভাবা হচ্ছে এই ব্যাটসম্যানকে। জায়গা হারানোর এই বার্তা নাকি আগেই পেয়েছিলেন তিনি। আজ মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ ব্যাপারে তামিম বলেন, ‘সাত নম্বর পজিশন নিয়ে আমি নিশ্চিত গতকাল কোচ আপনাদের একটা ইঙ্গিত দিয়েছেন। আমি স্পষ্ট করতে চাই যে, এই বার্তাটা সেই ক্রিকেটারকে দেওয়া হয়েছিল চার-পাঁচ মাস আগে। এটা এমন এক জায়গা, যেখানে আমরা এখন পর্যন্ত আদর্শ কোনো একজনকে খুঁজে পাইনি। আপনারা যদি শেষ ছয়-সাত বছর দেখেন, তেমন কাউকে পাইনি। এখন যদি কাউকে না পাওয়া যায় তখন কাউকে তো তৈরি করতে হবে।’বিসিবি প্রেসিডেন্টস কাপের আগে সৌম্যকে লোয়ার অর্ডারে খেলার ব্যাপারে বার্তা দিয়েছিলেন তামিম, ‘সৌম্যকে আমরা এই কথাটা বলেছি প্রেসিডেন্টস কাপের আগে। যে এই পজিশনে আমরা তোমাকে ব্যাট করতে দেখতে চাই, মানসিকভাবে তৈরি হও। তো এটা কারো জন্যেই অবাক হওয়ার মতো কিছু নয়। শুধু সৌম্য নয়, এখানে মিঠুন আছে, আফিফ আছে। ওই জায়গায় আমাদের দুই-তিনজন আছে। এই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি যা মনে করি।’ এখন পর্যন্ত সাত নম্বর পজিশনে স্থায়ী কাউকে তৈরি করতে পারেনি বাংলাদেশ। গত কয়েক বছরে এই জায়গায় নাসির হোসেন, আরিফুল হক, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকতসহ বেশ কয়েকজনকে খেলানো হয়েছিল। কিন্তু কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই এই পজিশনে সৌম্য, মিঠুন, আফিফ, এদের মধ্য কাউকে তৈরি করার কথা ভাবছে টিম ম্যানেজম্যান্ট।
জায়গা হারানোর বার্তা আগেই পেয়েছেন সৌম্য
0
Share.