জিকো নয় বাংলাদেশের পোস্ট সামলাবেন সোহেল

0

স্পোর্টস ডেস্ক: ফিলিস্তিনের বিপক্ষে নামার আগে জাতীয় দলের একাদশ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এতে আনিসুর রহমান জিকোর বদলে গোলরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন শহিদুল আলম সোহেল।বেশ কিছু দিন ধরেই লাল-সবুজদের গোলরক্ষক কোচ লেস ক্লিভেলির গুড লিস্টে ছিলেন বসুন্ধরা কিংসের হয়ে খেলা জিকো। তবে এবার আবাহনী লিমিটেডের সোহেলকে পরখ করে নিতে চান এই ইংলিশ কোচ।রোববার (৫ সেপ্টেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকের দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।ফিলিস্তিনের বিপক্ষে থ্রি নেশনস কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রক্ষণভাগে দেখা যাবে বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, ইয়াসিন আরাফাত, রেজাউল করিমকে। অধিনায়ক জামাল ভূঁইয়া, সোহেল রানা ও তারিক কাজী সামলাবেন মধ্য মাঠ। আক্রমণ ভাগে দেখা যাবে সাদ উদ্দিন, রাকিব হোসেন, মতিন মিয়াকে।উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের কাছে ০-১ গোলে হারে ফিলিস্তিন। ফিফা র‌্যাংকিংয়ের ১০২তম দলটির লক্ষ্য এ ম্যাচে ঘুরে দাঁড়ানো। অন্যদিকে বাংলাদেশের র‌্যাংকিং ১৮৮তম।

বাংলাদেশ একাদশ

গোলরক্ষক

শহিদুল আলম সোহেল

রক্ষণভাগ

বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম

মধ্যমাঠ

তারিক কাজী, সোহেল রানা, জামাল ভূঁইয়া,

আক্রমণ ভাগ

সাদ উদ্দিন, রাকিব হোসেন, মতিন মিয়া।

Share.