শুক্রবার, ডিসেম্বর ২৭

জিতের পর করোনায় আক্রান্ত শুভশ্রী

0

বিনোদন ডেস্ক: সকালেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ। আর দুপুরে একই খবর জানালেন কলকাতার চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি।  অন্তর্জালে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।সামাজিক পাতায় এক বিবৃতিতে  শুভশ্রী গাঙ্গুলি জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাঁর বাচ্চা সুস্থ আছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।শুভশ্রী ২০১৮ সালের ১১ মে কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। গেল বছরের ১২ সেপ্টেম্বর পুত্রসন্তান আসে এই দম্পতির কোলে।২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি।বার্তা সংস্থা রয়টার্সের খবর, আজ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে দুই লাখ ৫৯ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। টানা ছয় দিন দুই লাখের বেশি করোনা শনাক্ত হলো। একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৭৬১ জনের। এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৮০ হাজার ৫৩০ জনের। বলিউডের পর এবার টালিউডেও অভিনেতাদের সংক্রমিত হওয়ার খবর আসছে।

Share.