মঙ্গলবার, ডিসেম্বর ২৪

জিয়ার আমলে উত্তরবঙ্গে দারিদ্র্যের কারণে নারীরা পতিতাবৃত্তিতে নামতে বাধ্য হয়েছিলো: কাদের

0

ঢাকা অফিস: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বড় বড় রেস্টুরেন্টে ইফতার করে, মানুষের পাশে দাঁড়ায় না অথচ সরকারের সমালোচনা করে তাদের কি লজ্জা করে না। কাদের বলেন, আজ গরীবের নামে যারা মায়াকান্না করেন তারা কি ভুলে যান তাদের আমলে, জিয়ার আমলে উত্তরবঙ্গে দারিদ্র্যের কারণে নারীরা পতিতাবৃত্তিতে নামতে বাধ্য হয়েছিলো। সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষ তাদের কথায় বিভ্রান্ত হবে না৷ অসহায় মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের রাজনীতি। দেশে গরীব বাড়ছে, ভিক্ষুক বাড়ছে- বিএনপি নেতাদের এই বক্তব্যের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Share.