ডেস্ক রিপোর্ট: আগামী ১৫-১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় মস্কোর দূতাবাস তথ্যটি নিশ্চিত করেছে। দূতাবাসের প্রোটোকল প্রধান ইউলিয়া টমস্কায়া বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জি-২০ সম্মেলনে রাশিয়ান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। রাষ্ট্রপতি পুতিনের যোগ দানের বিষয় নিয়ে এখনও কাজ করা হচ্ছে, তিনি কার্যত অংশগ্রহণ করতে পারেন।’ রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ ইন্দোনেশিয়ায় রাশিয়ান দূতাবাসের বরাত দিয়ে জানিয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুতিন সম্মেলনে অংশ নিতে পারেন সম্ভবত। এবারের জি-২০ সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়া। ইউক্রেনে সংঘাতের কারণে সম্মেলন থেকে রাশিয়াকে বহিষ্কার করতে এবং পুতিনের আমন্ত্রণপত্র প্রত্যাহার করার জন্য পশ্চিমা জোট এবং ইউক্রেন দেশটির ওপর নানা ধরনের চাপ প্রয়োগ করেছে। তবে সকল ধরনের চাপ প্রতিহত করেছে ইন্দোনেশিয়া। তারা বলেছে, সদস্যদের মধ্যে ঐকমত্য ছাড়া সম্মেলন করার ক্ষমতা নেই। এদিকে পুতিনকে ‘যুদ্ধাপরাধী বলে অভিহিত করা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তিনি আগে বলেছিলেন, বালিতে সম্মেলনে গেলেও পুতিনের সঙ্গে সাক্ষাতের কোনো ইচ্ছা নেই তার। ইন্দোনেশিয়া ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানিয়েছে, যার কার্যত উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। জেলেনস্কি বলেছেন, পুতিন থাকলে তিনি অংশ নেবেন না।
জি-২০ সম্মেলনে যাচ্ছেন না ভ্লাদিমির পুতিন
0
Share.