বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

জি-২০ সম্মেলন: করোনায় আক্রান্ত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৫ নভেম্বর) হুন সেন নিজেই করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। . সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে দেয়া এক বার্তায় তিনি জানান, জি-২০ সম্মেলনের জন্য ইন্দোনেশিয়ায় যাওয়ার পর করোনা পরীক্ষা করালে তিনি সংক্রমিত হওয়ার খবর জানতে পারেন। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। তিনি করোনা পজিটিভ জানার পর জি-২০ সম্মেলনে অংশ নেয়ার কর্মসূচি বাতিল করেছেন। গত রোববার অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস সম্মেলনে হুন সেন দক্ষিণ পূর্ব এশিয়ার আট দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাতের সময় হুন সেনকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়নি। এদিকে, জি-২০ সম্মেলন শুরু হয়েছে বালিতে। সেখানে এবার আলোচনার কেন্দ্রে থাকছে খাদ্যনিরাপত্তার বিষয়টি। এর আগে সোমবার সরাসরি বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

Share.