স্পোর্টস ডেস্ক: জীবনের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলেন কেটি বোল্টার। রবিবার নটিংহ্যাম ওপেনে অল ব্রিটিশ ফাইনালে তিনি ৬-৩ এবং ৬-৩ ব্যবধানে পরাজিত করেন জোদি বারেজকে। সেইসঙ্গে নিজের দেশের সমর্থকদের সামনে ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ ফাইনালের ট্রফি উঁচিয়ে ধরলেন ২৬ বছর বয়সী এই তারকা। নটিংহ্যাম ওপেনের শিরোপা জয়ের ফলে র্যাঙ্কিংয়েও প্রভাব পড়ছে কেটি বোল্টারের। নতুন করে প্রকাশিত র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৭৬ নম্বরে উঠে আসবেন কেটি বোল্টার। ১৯৭৭ সালের পর এই প্রথম ডব্লিউটিএ ট্যুর পর্যায়ে কোনো টুর্নামেন্টের ফাইনালের টিকিট নিশ্চিত করে গ্রেট ব্রিটেনের দুই তারকা। আর অল ব্রিটিশ লড়াইয়ে শেষের হাসিটা কেটি বোল্টারই হাসেন। নটিংহ্যামে শিরোপা জিতে দারুণ রোমাঞ্চিত এই তারকা। কেননা, সেই শৈশব থেকেই এই টুর্নামেন্টের স্বপ্ন বুনতেন তিনি। এবার ঘরে তুললেন শিরোপা। নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে কেটি বোল্টার বলেন, ‘আমি যখন ছোট্ট বালিকা ছিলাম ঠিক তখন থেকেই এই মুহূর্তটির জন্য স্বপ্ন দেখতাম। আমার বয়স যখন চার কিংবা পাঁচ বছর তখন থেকেই এই কোর্টে অনুশীলন শুরু করি। এই টুর্নামেন্টের খেলা দেখতে অনেকবার এসেছি দর্শক হিসেবে। এখন খেলোয়াড় হিসেবে এসে আজ শিরোপা জয়ের স্বাদ পেলাম। সত্যিই এটা আমার কাছে অনেক কিছু।’ কয়েকদিন আগেই গ্রেট ব্রিটেনের মেয়েদের টেনিসের শীর্ষস্থানটি দখল করেন এই কেটি বোল্টার। এই পথে তিনি পেছনে ফেলেন ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন এমা রাদুকানুকে। তবে এই টুর্নামেন্ট শুরু করেছিলেন বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের ১২৬ নম্বরে থেকে। কিন্তু শিরোপা জয়ের পুরস্কার হিসেবে ২০১৯ সালের পর আজই প্রথম শীর্ষ ১০০ এর মধ্যে উঠে আসবেন তিনি। এদিকে, নটিংহ্যাম ওপেনে ছেলেদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন অ্যান্ডি মারে। ফাইনালে তিনি ৬-৪ এবং ৬-৪ গেমে ফ্রান্সের আর্থার কাযাউক্সকে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েন।
জীবনের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলেন কেটি বোল্টার
0
Share.