জীবনে কোনো অপূর্ণতা নেই : আবুল হায়াত

0

বিনোদন ডেস্ক: ৭৬ নটআউট থেকে রাত ১২টায় ৭৭ বছরে পা রেখেছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। ৭৬ বসন্ত পার করা এই অভিনেতা জানালেন, জীবনে কোনো অপূর্ণতা নেই তাঁর।আজ (৭ সেপ্টেম্বর) দুপুরে জন্মদিনের শুভেচ্ছা জানাতে   যোগাযোগ করা হলে এমনটি জানিয়েছেন আবুল হায়াত। তিনি বলেন, ‘এবারের জন্মদিনে তেমন কোনো পরিকল্পনা নেই। করোনার জন্য ঘর থেকে বেরই হই না। আজ আমার সঙ্গে আমার নাতনি শ্রীশারও (নাতাশা হায়াতের মেয়ে) জন্মদিন। রাত ১২টায় নাতনি বাবা-মাকে নিয়ে বাসায় এসেছিল। তখন কেক কেটেছি। এ ছাড়া বিকেলে পরিবারের সবাইকে নিয়ে এক হব। এর বাইরে জন্মদিনের আর পরিকল্পনা নেই। জীবনের ৭৬ বসন্ত পার করার পর এমন কিছু কি আছে, যা এখনো করা হয়নি? এনটিভি অনলাইনের এমন প্রশ্নে আবুল হায়াত বলেন, ‘আমার জীবনে কোনো অপূর্ণতা নেই। আমার আব্বা বলতেন, জীবনের চাহিদা কম রাখবে, দেখবে কোনো অপূর্ণতা থাকবে না। আমি আব্বার সেই কথা মেনে চলছি এখনো।’

শুটিংয়ে ফেরা প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘গেল মাসে সব নিয়ম মেনে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলাম। চলতি মাসেও একটি নাটকের কাজ শেষ করেছি।’১৯৪৪ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াত। ১৯৬৯ সালে ‘ইডিপাস’ নাটকের মাধ্যমে টিভিপর্দায় পা রাখেন তিনি। আলোচনায় এসেছেন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ রচিত প্রচুর নাটকে অভিনয় করে। ‘মিসির আলি’ তাঁর একটি স্মরণীয় চরিত্র। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি পরিচালক ও সাহিত্যিক হিসেবেও সফলতা পেয়েছেন এই অভিনেতা।

Share.