ঢাকা অফিস:জুলাই থেকে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে এনবিআর ভবনে রিটায়ার্ড ট্যাক্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাক বাজেট সভায় তিনি এসব কথা বলেন।এসময় আয়কর আইনের নানা অসংগতি তুলে ধরেন সাবেক কর্মকর্তারা। সেই সঙ্গে কৃষিখাতসহ বেশ কয়েকটি খাতে কর অব্যাহতির প্রস্তাব করা হয়।এসব বিষয়ে আবদুর রহমান খান বলেন, রাষ্ট্রীয় স্বার্থ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন কর অব্যাহতি না পায় তা নিশ্চিত করতে চায় রাজস্ব বোর্ড। নতুন যে আইন হচ্ছে তাতে কর অব্যাহতি দেয়ার ক্ষমতা রাজস্ব বোর্ডে নয় বরং জাতীয় সংসদের কাছে থাকবে।তিনি বলেন, বিগত সময়ে রাজস্ব আহরণ বাড়াতে নীতিকে ব্যাপকভাবে অপব্যবহার করা হয়েছে। টিআইএন সংখ্যাকে বড় করে না দেখিয়ে প্রকৃত করদাতাদের চিহ্নিত করার উদ্যোগ নেয়ার কথাও জানান।দেশটা শুধু বড় লোকদের নয়, যে শুধু বড় লোকরাই কর দেবে। বরং কর দেয়ার সামর্থ্য যাদের আছে তাদের সবাইকে কম হোক বেশি হোক কর দিতে হবে বলেও মনে করেন তিনি।
জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে: এনবিআর চেয়ারম্যান
0
Share.