বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

জেলেনস্কিকে ফোনে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জো বাইডেন

0

ডেস্ক রিপোর্ট:  ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর সোমবার বাইডেন এ প্রতিশ্রুতি দেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন। ইউক্রেনের সুরক্ষার জন্য আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ প্রয়োজনীয় অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে একমাত্র সংযোগ সেতুতে বিস্ফোরণের প্রতিশোধ হিসেবে সোমবার ইউক্রেনে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রাসনের পর প্রথমবারের মতো হামলা চালাল রাশিয়া। বাইডেনের ফোনালাপের পর এক টুইটে জেলেনস্কি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা সহযোগিতায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এখন প্রথম অগ্রাধিকার।’ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, সোমবারের হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেছেন, রাশিয়া সন্ত্রাস ও বর্বরতার পক্ষে দাঁড়িয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনী ৮০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে কিয়েভ। বেলারুশ থেকেও ইরানি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় ৪৩ জনের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট যুদ্ধাপরাধ ও নৃশংসতার জন্য রাশিয়াকে জবাবদিহি করতে দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপে মিত্র ও অংশীদারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপরও জোর দিয়েছেন।

Share.