বিনোদন ডেস্ক: টলিউডের অন্যতম সুন্দরী নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং বিতর্ক যেন একসঙ্গে হাত ধরাধরি করে চলেন। ব্যক্তিগত জীবন নিয়ে তো তিনি হামেশাই থাকেন চর্চায়, এবার নিজের শেয়ার করা একটি পোস্টের জেরে পড়তে চলেছেন বন্যপ্রাণী সুরক্ষা আইনের কোপে। দোষী সাব্যস্ত হলে নায়িকাকে জেলে পর্যন্ত যেতে হতে পারে। ঘটনা দেড় মাস আগের। গত ১৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। যেখানে তার হাতে একটি বেজি দেখা গিয়েছিল। প্রাণীটির গলায় লাগানো ছিল একটি বকলস। সেটি আবার বাঁধা ছিল চেনের সঙ্গে। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হল।’ জানুয়ারিতে যখন ছবিটি পোস্ট করেছিলেন শ্রাবন্তী, তখনই তা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। কমেন্ট সেকশনে অনেকেই মন্তব্য করেছিলেন, ছোট্ট প্রাণীটির উপর অত্যাচার করছেন অভিনেত্রী। সেই ঘটনায় মঙ্গলবার বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯-এর ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে শ্রাবন্তীর বিরুদ্ধে। খুব শিগগির সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে হবে তাকে। সেখানেই হবে জিজ্ঞাসাবাদ। তবে আপাতত এই বিতর্কিত বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি শ্রাবন্তী। তার আইনজীবী এস কে হাবিবউদ্দিন জানিয়েছেন, আগে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নিতে চান তারা। বনদপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বন্যপ্রাণীকে এভাবে বন্দি করে রাখা শুধু যে অপরাধ তা নয়, শ্রাবন্তীর মতো একজন তারকা যদি এমন কাজ করেন, তাহলে অনেকেই প্রভাবিত হতে পারেন। শ্রাবন্তীর উচিত বনদপ্তরের সঙ্গে সহযোগিতা করা এবং বন্যপ্রাণী সংরক্ষণের এই লড়াইয়ে আমাদের সাহায্য করা।’ বর্তমানে ‘ভয় পেও না’ নামে একটি ছবির কাজে কাশ্মীরে রয়েছেন শ্রাবন্তী। নবাগত পরিচালক অয়ন দে’র পরিচালনায় এই ছবিতে তার বিপরীতে আছেন ওম সাহানি। তাদেরকে দেখা যাবে স্বামী-স্ত্রীর চরিত্রে। এই প্রথম কোনো ছবির জন্য জুটি বেঁধেছেন ওম এবং শ্রাবন্তী।