ডেস্ক রিপোর্ট: চীন-রাশিয়ার নেতৃত্বধীন সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওতে যোগ দিয়েই নতুন দৃষ্টিভঙ্গির মধ্যদিয়ে মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি । গতকাল (শুক্রবার) উজবেকিস্তানের সমরকন্দ শহরে এসসিও’র ২২তম শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। রায়িসি বলেন, মার্কিন প্রশাসন আন্তর্জাতিক ব্যবস্থা এবং স্বাধীন দেশগুলোর ওপর নিজের ইচ্ছা এবং অভ্যন্তরীণ আইনকে চাপিয়ে দিতে চায়। কোনো সন্দেহ নেই এই দেশগুলোর উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করতে চায় আমেরিকা। এ অবস্থায় তিনি মার্কিন একাধিপত্যবাদ ও নিষ্ঠুর নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে সাংহাই সহযোগিতা সংস্থার প্রতি আহ্বান জানান। প্রেসিডেন্ট রায়িসি মার্কিন একাধিপত্যবাদ মোকাবেলায় সংস্থার মধ্যে টেকসই বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পরিবহন এবং জ্বালানি নিরাপত্তাকে এসসিওর অন্যতম দুটি গুরুত্বপূর্ণ খাত বলে উল্লেখ করেন। এজন্য তিনি লেনদেনের ক্ষেত্রে যৌথ অবকাঠামো গড়ে তোলার কথা বলেন। এসসিও’র সদস্য দেশগুলোর মধ্যে ট্রানজিট অবকাঠামোর দুর্বলতার কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ এই খাতে বিশেষ গুরুত্ব দিয়েছে এবং বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করে নর্থ-সাউথ করিডোর নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। তিনি বলেন, টেকসই ট্রানজিট গড়ে তোলার জন্য সদস্য দেশগুলোর বহুমুখী সহযোগিতা দরকার এবং ইরান তার ট্রানজিট নেটওয়ার্ক এবং সক্ষমতা দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর জ্বালানি নিরাপত্তা বিষয়ক সংকটের সমাধান করতেও ইরান তৈরি বলে তিনি জানান। প্রেসিডেন্ট রায়িসি বলেন, এই সংস্থার ভেতরে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি সমৃদ্ধ দেশ এবং সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহারকারী দেশ। এই সমন্বয় এসসিও’র মধ্যে জ্বালানি খাতে কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠার পথ সহজ করে দিয়েছে।
জোটে যোগ দিয়েই মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান রায়িসির
0
Share.