বুধবার, জানুয়ারী ২২

জোড়া খুনের মামলার মূল আসামি মোঃ আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই

0

বাংলাদেশ থেকে গাজীপুর প্রতিনিধি: জিএমপি সদর বাঙ্গালগাছ এলাকার জোড়া খুনের মামলার মূল আসামি মোঃ আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই। জিএমপি সদর থানার বাঙ্গালগাছ এলাকা থেকেই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। মামলার বাদীর সঙ্গে তার চার ছেলে আল আমিন (৩৫), আমিরুল (৩২), শফিকুল ইসলাম (২৫), শুকুর আলী (২২) থাকতো। চার ছেলেই ব্যাটারিচালিত অটোরিক্সার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। গত বছরের ২০ অক্টোবর বাদীর তিন ছেলে আমিরুল, শফিকুল ইসলাম, শুকুর আলী সকাল থেকে বিকাল পর্যন্ত ভুরুলিয়া প্রজেক্টে মাছ ধরে বাসায় ফেরে। মাছ রেখে সন্ধ্যার দিকে বাদীর দুই ছেলে শফিকুল ইসলাম ও শুকুর আলী বাহিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে বাদীর পুত্রবধূ সুমা আক্তার তারা কোথায় যাচ্ছে জানতে চান। উত্তরে তারা জানায় পাওনা টাকা নিয়ে আসার জন্য তারা দুই ভাই বাঙ্গালগাছ বাঁশবাজারে যাচ্ছেন। একই দিন রাত সাড়ে ৭টায় ফাইজুল ইসলাম রুবেল বাদীর বাসায় এসে জানায়, তার দুই ছেলে শফিকুল ইসলাম ও শুক্কুর আলীকে সদর থানার বাঙ্গালগাছ বাঁশবাজার তিন রাস্তার মোড়ের উত্তর পাশে রাস্তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট করা হচ্ছে। এই খবর পেয়ে বাদীর পরিবার বাঙ্গালগাছ তিন রাস্তার মোড়ে ছুটে গিয়ে শফিকুল ইসলাম ও শুকুর আলীকে গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তাদের দুজনকে সেখানেই মৃত পাওয়া যায়। এরপর বাদীর অভিযোগের প্রেক্ষিতে কাশিমপুর থানায় মামলা নেওয়া হয়। মামলা নেওয়ার পর জিএমপি সদর থানা পুলিশ গত বছরের ২১ অক্টোবর থেকে এই বছরের ৯ জুলাই পর্যন্ত মামলাটির তদন্ত করেন। এরপর থানা পুলিশ মামলার মূল রহস্য না বের করতে পারায় বাদীর আবেদনক্রমে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পিবিআই গাজীপুর জেলাকে মামলাটি তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত আইজিপি পিবিআই মোঃ মোস্তফা কামালের দিক নির্দেশনায় পিবিআই গাজীপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ আবুল কালাম আজাদের সার্বিক সহযোগিতায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রাফিকুল ইসলাম জামান মামলাটি তদন্ত করেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে আসামি নিজেকে জড়িয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা করে জবানবন্দি প্রদান করে। এ বিষয়ে পিবিআই এর পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ বলেন এই মামলার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একই পরিবারের আপন দুই ভাইকে জিএমপি সদর থানার বাঙ্গালগাছ এলাকায় পিটিয়ে হত্যা করা হয়। থানা পুলিশ মামলাটির রহস্য বের না করতে পারায় বাদীর আবেদনের ভিত্তিতে পুলিশ হোডকোয়ার্টার্সের নির্দেশে পিবিআই গাজীপুর জেলা তদন্ত কার্যক্রম শুরু করে। পিবিআই গাজীপুর জেলা মামলাটি তদন্ত করার সময় গোয়েন্দা তথ্য সংগ্রহ, সকল তথ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আব্দুর রহমান ইদু (২৩) কে গ্রেপ্তার করে। এ বিষয়ে আসামি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন বলেও জানান তিনি।

Share.