জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করলেন লিজ ট্রাস

0

ডেস্ক রিপোর্ট:  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। আগামীকাল সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার যুক্তরাজ্যে পৌঁছেছেন জো বাইডেন। আজ রবিবার বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লিজ ট্রাসের। তবে কী কারণে বৈঠক বাতিল করা হয়েছে তা জানানো হয়নি। রানির শেষকৃত্য অনুষ্ঠান শেষ হওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে যাবেন লিজ ট্রাস। আগামী বুধবার সেখানে উভয় নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। গত সপ্তাহে লিজ ট্রাস রানির কাছ থেকে দায়িত্ব গ্রহণের দুই দিন পর মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে রাশিয়া, মিয়ানমার এবং বেলারুশ ছাড়া সব দেশের নেতারা যুক্তরাজ্যে পৌঁছেছেন। একারণে রানির শেষকৃত্য অনুষ্ঠান লিজ ট্রাসের জন্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Share.