বিনোদন ডেস্ক: শাহরিয়ার নাজিম জয়ের অনুষ্ঠান মানেই বিতর্ক। একের পর এক তর্ক-বিতর্কই পরিচিত করে তুলছে অনুষ্ঠানগুলো। করোনার এই সময়ে বাড়িতে বসেই জয় উপস্থাপনা করছেন ‘জীবনের গল্প’। চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। এবার এই অনুষ্ঠানে ডেকে আপত্তিকর প্রশ্ন করার অভিযোগ তুলেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এ সংক্রান্ত নোটিশও জয়কে পাঠিয়েছে শিল্পী সমিতি।জানা যায়, এ অনুষ্ঠানে সম্প্রতি যোগ দিয়েছিলেন সমিতির সভাপতি মিশা সওদাগর ও জায়েদ খান। সেখানেই জয় হিরো আলমের প্রসঙ্গে প্রশ্ন করেন। মিশা-জায়েদ দুজনই ব্যঙ্গ-বিদ্রুপ করেন হিরো আলমকে। এ ঘটনায় ফেসবুক লাইভে এসে একহাত নেন আলম। দর্শকরাও মিশা-জায়েদের সমালোচনায় মেতে ওঠেন। এই অনুষ্ঠানে ডেকে নিজেদের ও সমিতির সদস্যদের মানহানি করা হয়েছে বলে মনে করেন শিল্পী সমিতির দুই নেতা। তাই এই নোটিশ।এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমরা যা বলার সমিতির পক্ষ থেকে লিখিত আকারে বলেছি। কারণ, তিনি তো আমাদের সমিতির সম্মানিত সদস্যও। এর আগেও তিনি আমাদের সংগঠনের অনেক সম্মানিত শিল্পীকে অনুষ্ঠানে ডেকে এমন কিছু প্রশ্ন করেছেন, যার জন্য বিব্রতকর পরিস্থিতির জন্ম নিয়েছে। সেই শিল্পীরাও আমাদের কাছে অভিযোগ করেছেন। তারপর আমাদের কার্যনির্বাহী কমিটির শেষ মিটিংয়ে বিষয়টি ওঠে। এরপরই আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ দিই।’শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘উনারা বস মানুষ। আমরা উনাদের আন্ডারে কাজ করি। উনারা যা বলবেন তা-ই হবে। ব্যাপার না। আমার এই অনুষ্ঠানের মালিক ফরিদুর রেজা সাগর ভাইয়ের সঙ্গে আলাপ করে নোটিশের যথাযথ জবাব নিশ্চয়ই দেবো।’
জয়কে মিশা-জায়েদের নোটিশ
0
Share.