বুধবার, জানুয়ারী ২২

জয়পুরহাটে ফসলের মাঠ থেকে ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার

0

বাংলাদেশ থেকে জয়পুরহাট প্রতিনিধি:  মীর হোসেন (২৫) নামের এক ট্রাক্টর চালককে হত্যা করে দূর্বৃত্তরা জয়পুরহাট শহরতলীর তেঘরবিশা এলাকায় একটি ফসলের মাঠে ফেলে রেখে পালিয়ে গেছে। রবিবার সকালে খবর পেয়ে জয়পুরহাট সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত মীর হোসেন জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা গ্রামের ইয়াসিন আলীর ছেলে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, ড্রায়ভার মীর হোসেনকে রাতে দুর্বৃত্তরা মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। তারপর তাকে শ্বাসরোধ করে হত্যার পরে ফসল ক্ষেতে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তিনি আরও জানান, ওই হত্যাকান্ডের ঘটনার কøু উদঘাটন করেছে পুলিশ। আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পিতা ইয়াছিন আলী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Share.