জয়পুরহাটে সজীব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

0

বাংলাদেশ থেকে জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের নওপাড়া পল্লীবালা এলাকার সাহেব আলীর ছেলে ওয়াজ কুরুনী সজীব (২২) হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত আসামি জয়পুরহাট সদর উপজেলার নমুজা গ্রামের মো. এলি হোসেনের ছেলে রুবেল (২৮)। সোমবার সকালে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা এই তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, ২০১৭ সালের ২০ নভেম্বর নওপাড়া পল্লীবালা বাজারের পাশে পুকুরপাড়ে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ওয়াজ কুরুনী সজিবের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তে ছয়জন অভিযুক্তের নাম উঠে আসে পুলিশের হাতে। এর মধ্যে মো. রুবেল হোসেন (২৮) অন্যতম। মো. মাসুদ রানা বলেন, দীর্ঘদিন ধরে পলাতক চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি নিজ এলকায় অবস্থান করছেন। এমন গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার কুঠিবাড়ী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Share.