জয় দিয়ে বার্সায় কোম্যানের অধ্যায় শুরু

0

স্পোর্টস ডেস্ক: ২০২০-২১ মৌসুমের আগে বার্সেলোনার দায়িত্ব নেন ডাচ কোচ রোনাল্ড কোম্যান। তাঁর বার্সায় আসায় বদলেছে অনেক কিছু। এত দিন দফায় দফায় প্রস্তুতির পর গতকাল রোববার বার্সায় কোম্যানের অধ্যায় শুরু হলো। অবশ্য শুরুর ম্যাচে দারুণ করেছেন কোম্যানের শিষ্যরা। ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগায় নতুন মৌসুম দারুণভাবে শুরু করল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ম্যাচটিতে ভিয়ারিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। জয়ের ম্যাচে চার গোলই এসেছে প্রথমার্ধে। দুটি গোল করেছেন আনসু ফাতি, একটি করেছেন লিওনেল মেসি ও বাকিটি এসেছে প্রতিপক্ষের ভুলে। গতকাল ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। জর্দি আলবার বাড়ানো বল ধরে গোল আদায় করে নেন ফাতি। চার মিনিট পর আবারও জালের দেখা পান ফাতি।  বাঁ দিক থেকে তরুণ ফরোয়ার্ডকে বল পাঠান মেসি। অধিনায়কের বাড়ানো বল ধরে দারুণভাবে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ এই ফরোয়ার্ড। ৩৫ মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন মেসি। ফাতিকে ভিয়ারিয়াল অধিনায়ক মারিও ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টির সুযোগ পেয়ে সফল স্পট কিকে নতুন মৌসুমে গোলের খাতা খোলেন মেসি। পাঁচ মিনিট বাদে জালের দেখা পেতে পারতেন বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় ফেরা ফিলিপ কুতিনহো। কিন্তু তাঁর নেওয়া শট কর্নারের বিনিময়ে ব্যর্থ করে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক। বিরতির আগমুহূর্তে প্রতিপক্ষের ভুলে আরেকটি গোল পেয়ে যায় বার্সা। ফাতির বাড়ানো বল পান অধিনায়ক মেসি। প্রতিপক্ষের ডি-বক্সে সার্জিও বুসকেটসকে বল বাড়াতে চেয়েছেন বার্সা অধিনায়ক। এই ফাঁকে নিজেদের পোস্ট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন পাউ টরেস। বিরতির পর আর কোনো গোল আসেনি। ফলে ৪-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠে ছাড়ে বার্সেলোনা। দিনের অন্য ম্যাচে গ্রানাদাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর কাদিসকে ৩-১ গোলে হারিয়ে লিগ শুরু করেছে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া।চলতি লিগে গোটা ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রিয়াল বেটিস। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে গ্রানাদা। এক ম্যাচ খেলা বার্সা তিন পয়েন্ট নিয়ে আছেন দশম অবস্থানে।

Share.