স্পোর্টস ডেস্ক: গত মৌসুমে ইতিহাস লিখেছিল টটেনহাম। চলে গিয়েছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। অথচ এই মৌসুমে সেই স্পাররা এখন বিবর্ণ। শেষ ষোলোতে পৌঁছালেও টুর্নামেন্টে টিকে থাকতে আজ দ্বিতীয় লেগে লিপজিগের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই তাদের সামনে। জার্মান ক্লাব লিপজিগের ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ২টায়। অবশ্য স্পারদের জন্য কাজটা সহজ হবে বলে মনে হচ্ছে না। শেষ ৫ ম্যাচের ৪টিতেই হেরেছে স্পাররা। তার ওপর প্রথম লেগে ১-০ গোলে হেরে পিছে আছে। অবশ্য এই ম্যাচ ছাপিয়ে এখন আলোচনায় করোনা আতঙ্ক। জার্মানিতে এরই মধ্যে করোনা আক্রান্ত পাওয়া গেছে ১ হাজার ১৬৭ জন। এর পরেও ম্যাচটি দর্শকহীন থাকছে না। তবে রাতের আরেক ম্যাচে দর্শকহীন মাঠে আতালান্তার মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া। করোনার কারণে বন্ধ দরজায় স্পেনের মাঠ মেস্তালা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ২টায়। প্রথম লেগ ৪-১ এ জিতে এগিয়ে ইতালিয়ান ক্লাব আতালান্তা। তাই ভ্যালেন্সিয়ার সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ।
টটেনহামের কঠিন পরীক্ষা
0
Share.